আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি-
রোজ বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে সোহা চাকমা(১২) মৃত্যু বরণ করেছে। ৩ জুলাই বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ঘটনাটি ঘটে।রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন,সোহা চাকমা বিটি উচ্চ বিদ্যালয়ে ৬ ষ্ট শ্রেণীর ছাত্রী। পিতা মোহনী চাকমা,বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্ৰামে।
সোহা চাকমা স্কুল থেকে যাবার পর মা জোসনা বাইরে যায়।ঘরে এসে দেখে মেয়ে বাড়ীর পাশে বন্যার পানিতে ভাসছে।উদ্ধার পূর্বক দেখা যায়,সোহা চাকমা আর নেই।
এছাড়াও ২ জুলাই পা পিছলে পানিতে পড়ে যায় বাঘাইছড়ি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে ৭ম শ্রেনীর ছাত্র কৃতিত্ব চাকমা নিখোঁজ হওয়ার ৪০ ঘন্টা পর খুঁজে পাওয়া যায়।
কৃতিত্ব চাকমাকে পাওয়ার কথা শুনলে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও রাঙ্গামাটি জেলা পরিষদে’র সদস্য প্রিয়নন্দ চাকমা সহ বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির হোসেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।