হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলা পরিষদের বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিদায় এবং নব নির্বাচিত চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াংকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সেই সাথে বিগত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা এবং অংনুচিং মারমা কে বিদায় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এবং রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে এই বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসারযোগ্য। আমি আশা করবো, নতুন পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরোও গতিশীল করবে। এসময় নব নির্বাচিত জনপ্রতিনিধিগণ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া বিদায়ী উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায় ও বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং , ১নং ঘিলাছড়ি ইউপি রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা , ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা এবং রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান।
এছাড়াও এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।