হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলীতে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আস্থা প্রকল্পের উপজেলা ইয়ুথ গ্রুপের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, আশিকা’র আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট টোখেন চাকমা।
এতে বক্তারা বলেন, যুবরাই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার শক্তি। তাদেরকে প্রত্যেক সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নয়নমুলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তপক্ষকে যুবদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল নেতিবাচক কাজ নির্মূল করার জন্য যুবদের সবচেয়ে বেশি অংশগ্রহণ করতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধভাবে সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে।
এছাড়াও এই সভায় আস্থা ইয়ুথ গ্রুপের রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া তিন ইউনিয়নের ৩০ জন যুবক যুবতীরা অংশগ্রহণ করেন।