আল সিরাজ ভান্ডারীঃ
তাজকিয়া মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার ১৯তম পাঠচক্র এবং মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
৭জুন (শুক্রবার) আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখা’র ধারাবাহিক আয়োজন ‘পাঠচক্র’-এর ১৯ তম পর্ব এবং মাসিক সাধারণ সভা আজিমনগর সংলগ্ন মাদ্রাসা-এ- গাউসুল আযম মাইজভাণ্ডারী’র স্থায়ী ক্যাম্পাসে অত্র শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং অত্র শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
“ইসরাইল ফিলিস্তিন সংঘর্ষের প্রেক্ষাপট ও সমসাময়িক বাস্তবতা”বিষয়ক পাঠচক্র অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ হতে তেলাওয়াত করেন শাখার সহ অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ জোনায়েদ হাসান,নাতে রাসূল (দ:) পরিবেশন করেন শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোবাররম হায়দার,মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন শাখার সহ-সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন।মাসিক সাধারণ সভায় কমিটির গতিশীলতা বৃদ্ধি, আগামী অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোবাররম হায়দার, সহ-অর্থ সম্পাদক হাফেজ জোনায়েদ হাসান, সাধারণ সদস্য মোহাম্মদ তানজিম হোসেন, সাধারণ সদস্য মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঠচক্রের নির্ধারিত বিষয়ের সারগর্ভ উন্মুক্ত আলোচনার মাধ্যমে পাঠচক্র সমাপ্ত হয়।