চলমান আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও মামলা-হামলার শিকার যুবদল নেতৃবৃন্দের খোঁজখবর নেওয়া ও সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দেশব্যাপী তৃণমূলের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে।
৭ জুন (শুক্রবার)চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলমান আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কারাবরণকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি,সহ সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মোঃ শাহেদ সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা ফিরোজ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মঞ্জুরুল আজিম সুমন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,মাইনুদ্দিন রুবেল সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সৈয়দ মোহাম্মদ উজ্জ্বল, সদস্য কামরুজ্জামান, সাইফুর রহমান চৌধুরীর শপথ মোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।