মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের সহনশীলতা” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্যালি শেষে অফিসার্স ক্লাব হলে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয় নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়্যারম্যান আব্দুল মতিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনূছ নুর, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলীল, সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মো. আব্দুল মান্নান, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা নেছারুল আলম খান (হিসাব ও প্রশাসন)।
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, পাড়া পর্য়ায়ে ফোরাম সদস্য, এসটিএ, সিএএলসি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় ও মানিকছড়ি ইংলিশ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফলজ ও ঔষুধি গাছে চারা বিতরণ করা হয়। সেই সাথে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, ফোরাম সদস্য ও এসটিএদের মাঝে ৭৪ টি ফলজ ও ঔধষী গাছের চারা বিতরণ করা হয়।