ওমর ফারুক আকাশ,গুইমারা প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় আটক হয়েছে ইব্রাহিম নামে এক যুবক।
আটক ইব্রাহিম (২৫)গুইমারা উপজেলার হাফছড়ির ইউনিয়নের হাতিমুড়া এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে এবং প্রতিবেশী।
সোমবার(৩জুন) সকালে আটক ইব্রাহিমকে গুইমারা থানার পুলিশ খাগড়াছড়ি জেলহজতে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রবিবার সকালে মানিকছড়ি সরকারী কলেজে এইচএসসি ২য় বর্ষের ছাত্রী হালিমা আক্তার(১৮) কলেজ থেকে বাড়ি ফিরার সময় হাতিমুড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে সেগুন বাগানের ভিতর দাঁড় করাইয়া মুখ চেপে ধরে এবং জোর পূর্বক বাগানের উত্তর দিকে পাহাড়ে নিচে নিয়া ধর্ষনের চেষ্টাসহ তার স্পর্শকাতর স্থানে হাত দেয় ইব্রাহিম।এ ঘটনায় হালিমা আক্তার নিজেই বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করে।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান,বাদী মানিকছড়ি কলেজের ছাত্রী। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামী ইব্রাহিমকে দ্রুততম সময়ে আটক পূর্বক খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করেছে।মামলা তদন্ত চলমান রয়েছে।