চট্টগ্রাম সিটি করপোরেশন ( চসিক ) নির্বাচনে নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও নির্বাচিত কাউন্সিলরদের শপথ আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে সকাল ১১টার দিকে এ শপথ অনুষ্ঠান হবে।
এরআগে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হয়। চসিকের ৩১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদটিতে এখনও ভোট হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি প্রার্থীদের গেজেট প্রকাশিত হয়েছে।