আল সিরাজ ভান্ডারী,বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে মাস না পেরোতে আবারও বালুর ডাম্পিং ট্রাকের ধাক্কায় আবদুল নবী (৭০) নামের এক কৃষক।
শনিবার (৬ এপ্রিল) বোয়ালখালী উপজেলার কালাইয়ার হাট বাজারের পাশে উক্ত দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল নবী কড়লডেঙ্গা ইউনিয়নের আবদুল নবী আহলা গাজী পাড়ার মৃত সৈয়দ খানের পুত্র,তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
এ ব্যাপারে কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ কামাল জানান,কৃষক আবদুল নবী হেঁটে কালাইয়ার হাট অতিক্রম করার সময় পটিয়ার দিক থেকে আসা একটি বালু বোঝাই ডাম্পিং ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ভাতিজা বখতেয়ার জানান,আমার দোকানের সামনে আমার চাচাকে বেপরোয়া গতিতে আসা বালুর ডাম্পিং ট্রাকে পিষে মেরেছে। আমরা কোন প্রকার মামলা মোকদ্দমায় জড়াতে না চাইলেও আইনগত জটিলতার কারণে বোয়ালখালী থানা পুলিশ লাশ দিতে বিলম্ব করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নানসহ নিহতের স্বজনেরা থানায় অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এব্যাপারে বোয়ালখালী থানা পুলিশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।
স্থানীয়রা ঘাতক ট্রাক ড্রাইভার ও ডাম্পিং ট্রাকটি আটক করেন।
উল্লেখ্য গত ২১ মার্চ বোয়ালখালীর শ্রীপুর গ্রামে বালুর ডাম্পিং ট্রাক উল্টে ট্রাক ড্রাইভার নিহতের ঘটনা ঘটেছে,তাছাড়া পটিয়া-কানুনগোপাড়া সড়কে বালু পরিবহনকারী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।