খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে আজ ৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেনা নিবাসের গিরিশোভা এলাকায় ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়।
উক্ত ম্যারাথনে দৌড় প্রতিযোগিতায় খাগড়াছড়ি পর্বে সেনা রিজিয়নের ২৫০০ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
ম্যারাথন-২০২১ দৌড়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উক্ত এ সময় আরো খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী রেজা ও কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ, সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।