(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতি বছরের ন্যায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনের সার্বিক সহায়তায় মহালছড়ি উপজেলার স্থানীয় সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা নামক সামাজিক সংগঠনের সদস্যেদের সম্মিলিত প্রয়াসে বাড়িতে বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে অসহায় দরিদ্র, দুঃস্থ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে মহালছড়ির স্থানীয় সামাজিক সংগঠন আলোর ফেরিওয়ালা সংগঠনের সকল সদস্যদের পক্ষ হতে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসহায় দরিদ্র, দুঃস্থ ও শীতার্তগণ শীতকালে এমন শীতবস্ত্র পেয়ে সকলে খুবই খুশি হন।