অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড অফিস রাঙামাটি। শনিবার (১৬ মার্চ) সকালে কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে উক্ত সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মোঃ জুনাইদ উক্ত সভায় উপস্থিত থেকে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আইনগত সহায়তার বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন, অমল কান্তি দে, শিখারানী তঞ্চঙ্গ্যা, আনুমা মারমা, বড়ইছড়ি বাজার চৌধুরী আর এ রনিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।