মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে জগতের সকল প্রাণীর সুখ, মৈত্রী বর্ষণ ও বুদ্ধ শাসন চিরস্থিতি কামনা করে খাগড়াছড়ির মানিকছড়িতে গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে মহা সংঘদান’২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) দিনব্যাপী মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজক ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উচিংলা চৌধুরীর পরিচালনায় নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এই মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মংচাইঞো মারমা, মারমা উন্নয়ন সংসদ উপজেলা শাখার সভাপতি নিপ্রু মারমা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, দি মারমা কো অপারেটিভ লিমিটেডের প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়, ইউপি সদস্য অংগ্য মারমা, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুইচিং মারমা প্রমূখ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকালে বুদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংঘদান, অষ্টপরিস্কার দান (চীবরসহ), কল্পতরু দান, ধর্ম দেশনা ও অষ্টাবিংশতি বুদ্ধ পূজা করা হয়। এসময় দেশ জাতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বাৎষরিক এই মহা সংঘদানে বিভিন্ন এলাকা থেকে আগত ৫শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী অংশ নেয়।