কাপ্তাই প্রতিনিধি:-
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের যুগ্নসম্পাদক আলমগীর কবিরের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক। বুধবার (৬মার্চ২৪) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল হাসপালতে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আলমগীর কবিরের মা সৈয়দা লায়লা বেগম(৬৫)ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। সে দীর্ঘ দিন যাবৎ হার্টে সমস্যসহ বিভিন্ন রোগে ভুগছেন। মৃত্যু কালে ৩ছেলে ৪মেয়ে ও বহু আত্বীয়-স্বাজন রেখে যান।
মরহুমার মৃত্যুতে কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকসপ্তাহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। বৃহস্পতিবার বাদ জোহর কাপ্তাই নতুনবাজার মাঠে জানাযা শেষে লগগেইট কবরস্থানে দাফন করা হয়।