মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে অনলাইন প্লাটফর্ম ‘মানিকছড়ি সেল বাজার গ্রুপ’ আয়োজিত শহিদ মিনার ছবি প্রতিযোগিতা’য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনলাইন (ফেসবুক গ্রুপ) মাধ্যমে ১২ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তানজিলা ইসলাম তানহা, ২য় স্থান অর্জন করেন সংবাদকর্মী মো. রবিউল হোসেন ও তৃতীয় স্থান অর্জন করেন গ্লো জ্যোতি চাকমা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মানিকছড়ির Mr. Three রেস্টুরেন্টে গ্রুপের এডমিন নুরুন্নবী রাজুর সঞ্চালনায় ও এডমিন মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু।
প্রতিযোগিতার বিষয়ে গ্রুপের প্রধান এডমিন ও পরিচালক মেজবাহ উদ্দিন ইমন জানান, মানিকছড়িসহ আশেপাশের উপজেলার মানুষের অনলাইন ক্রয়বিক্রয় আরও সহজ করার লক্ষে এই গ্রুপের সূচনা করা হয়। ভাষার মাসে তরুণ প্রজন্মকে শহীদ মিনারমূখী করতেই এই আয়োজন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রুপের মডারেটর সুমী শীল, মো. ইমন, রিংকি দেবী, কবিতা ও মুনিরা হক সুমি উপস্থিত ছিলেন।