শ.ম.গফুর, উখিয়া,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ১৭হাজার,৭০০ পিস ইয়াবা উদ্ধারসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল।
আটককৃত মোঃ আয়াজ(১৯),বালুখালী ১২ নং ক্যাম্পের ই-১৩ ব্লকের আশ্রিত রোহিঙ্গা সলিমুল্লার পুত্র।
মঙ্গলবার ( ২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ময়নারঘোনা আর্মি ক্যাম্প রোড এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ( র্যাব-১৫) এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।