শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে স্বেচ্ছাসেবী সংস্থা একশন এইড এর সার্বিক সহায়তায় কমিউনিটি পুলিশিং পালংখালী ইউনিয়ন শাখার সহযোগিতায় মাদক,বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধে উম্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।১ ফেব্রুয়ারী বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল সাড়ে ১০ টায় প্রধান শিক্ষক বাবু সবুজ সেন এর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর আলম নিসার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা মনিরুল হক,সাংবাদিক শ.ম.গফুর,নুরুল হুদা চৌধুরী প্রমুখ।স্বাগত বক্তব্য ও মুল প্রবন্ধ পাঠ করেন কক্সবাজারস্থ একশন এইড কর্মকর্তা খাইরুল বশর।তাকে সহযোগিতা করেন একশন এইড এর ফিল্ড অর্গানাইজার দেলোয়ার হোসেন টিসু।
উম্মুক্ত আলোচনায় অংশ নেন সমাজ সেবক ফরিদুল আলম, নুর আহমদ,হাজী সালামত উল্লাহ,মাষ্টার আবদুল মোনাফ,আসিফ ইকবাল মিশু,ফরিদুল আলম বাপ্পী,জসিম উদ্দিন জয়,যুবনেতা মুফিদুল আলম,আবদুল হাকিম,মরজিনা আক্তার তানিয়া,শামসুন্নাহার,সালমা আক্তার,এ্যানি শর্মা মানিক চন্দ্র দাশ,আব্দুল করিম তুহিন,নুরুল আমিন প্রমুখ।