বান্দরবান প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে বুধবার উদযাপনপন হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে সকালে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মধ্য বিশ্ববিদ্যালয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
৭ ফেব্রুয়ারি বুধবার বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সুয়ালক -এ ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখা এর পৃষ্ঠপোষকতায় বান্দরবান বিশ্ববিদ্যালয় এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম. নুরুল ইসলাম , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের কো-চেয়ারম্যান জনাব ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট ও বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যবৃন্দ, ইউসিবি ব্যাংক, বান্দরবান শাখার সম্মানিত ম্যানেজার, বাংলাদেশ বেতার, বান্দরবান এর অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর, বিশিষ্ট সাংবাদিক বৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্থরের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ব্রিগেডিয়ার জে: শাহ মো: সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, পিএইচডি (অব:)।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Leave a comment
Leave a comment