মাইজভণ্ডারী গানের অন্যতম গীতিকার সৈয়দ আমিনুল হক ধর্মপুরী রচিত “সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র” নামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মওলা হুজুর)।
রবিবার (২৮জানুয়ারী) ফটিকছড়ি মাইজভান্ডার শরীফে গাউছয়া হক মঞ্জিলে মওলা হুজুরের আসন শরীফে বইটি মোড়ক উন্মোচন করেন দরবারে গাউসুল আযম রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী( মওলা হুজুর (ম,)।
এসময় উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক,) এর রওজা শরীফের খাদেম হাবিবুল্লাহ, সৈয়দ আমিনুল হক ধর্মপুরীর সহধর্মিনী সৈয়দা নুর জাহান বেগম, শাহজাদী সৈয়দা ফাতেমা বেগম খুশী,
শাহজাদী সৈয়দা আকলিমা আকতার পুতুল, শাহজাদী সৈয়দা রাজিয়া সুলতানা, শিক্ষিকা জেসমিন সুলতানা,
সাংবাদিক খাদেম আল সিরাজ ভাণ্ডারী,মোঃ আহসান উল্লাহ, মোঃ জোবায়েত হোসেন, মোহাম্মদ মুছা।