হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের মানবিক দাতব্য প্রতিষ্ঠান মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) এর পক্ষ থেকে ইউনিয়নের শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকালে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি মো: লোকমান।
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিবের লায়ন মো: ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লায়ন মো: মাহমুদ রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার মাতপ্’স এর সহ-সভাপতি কায়েছ তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, সাংবাদিক সাইদুল হক তানিম, রাজারহাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি দিদার,সাধারণ সম্পাদক মো: আক্কাস, মানবিক নেতা মাওলানা মুফতি মো: সাইফুল ইসলাম,মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, মো: আবছার, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা বেগম,খদিজা বেগম, রানু আকতার, মানবিক নেত্রী শুলেকা দাশ, নাহিদা আকতার, জিতু বড়ুয়া, লাকী দাশ, হীরা মুৎসুদ্দি, লাভলী আকতার, হ্যাপি আকতার হাজেরা বেগম ও পারভিন আকতার প্রমুখ।
এসময় আগত অতিথিরা মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় মানবিক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পদুয়ায় গরীব, দুখী অসহায়দের পাশে সবসময় থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট মানবিক নেতারা। আলোচনা সভা শেষে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।