অর্ণব মল্লিক, কাপ্তাই:-
কাপ্তাইয়ে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের সাথে মতবিনিময় করেছেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর কর্মকর্তারা।
রবিবার (২১ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাইয়ের জেলে পাড়া, বাঁচনীর টিলা, জেটিঘাট, নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা করা হয়।
গ্রাহকদের বাসায় বাসায় গিয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজ খবর নেয়। প্রতিটি গ্রাহকের ঘরে একজন করে একটি বীমা গ্রাহক করার জন্য আহবান জানান।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় চট্টগ্রাম ইসলামী তাকাফুল প্রকল্প ইনচার্জ মোঃ মাসুদ আলম, কাপ্তাই শাখার ইনচার্জ দিদারুল ইসলাম, ডিজিএম কবির হোসেন ও মাঠ কর্মকর্তা মরিয়ম আক্তার রুনি উপস্থিত ছিলেন।