মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মানিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি গীতা স্কুলের ৪শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১টা পর্যন্ত চলা পরীক্ষা পরিদর্শন করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখার সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক ডা. অমর দত্ত, শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, মানিকছড়ি শংকর মট ও মিশনের প্রধান উপদেষ্টা দ্বিপন কর্মকার, বাগীশিক উপজেলা সংসদের সভাপতি ভূবন দেব, সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক বাপ্পী মজুমদার ও সাধারণ সম্পাদক সুজন দেব নাথ সুজয়সহ সনাতন নেতৃবৃন্দ।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রিয়াশীষ চক্রবর্তী অর্পন ও কেন্দ্র সচিব শিখা রানী মজুমদার জানান, ‘প্রথমবারের মতো গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৪ শতাধিক পরীক্ষার্থী আনন্দের সাথে পরীক্ষায় অংশ নিয়েছে’।