মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসুচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় খাগড়াছড়ির মানিকছড়িতে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ বছর বয়সী শিক্ষার্থীদের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে মানিকছড়ি রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়া। এতে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
মাসব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করবেন মানিকছড়ি ফুটবল একাডেমির প্রধান কোচ রেজাউল খান সোহেল। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ১৪জন মেয়ে এবং ১৬ জন ছেলে অংশ নিয়েছেন।