নিজস্ব প্রতিনিধি,নানিয়ারচর:
নানিয়ারচর বুড়িঘাটে সড়ক দূর্ঘটনায় পৌনে আটটায় মো:মনু (আনুমানিক বয়স ৩৫) নামক এক ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যু বরন করেছে,রামহরী পাড়া থেকে গাছ বোঝাই করে মাঝারি পিকাপে বুড়িঘাট কাঠ চেরাইমিলে কাঠ চেরাই করার জন্য যাওয়ার পথে শোনামনির পাহাড় থেকে ব্রেক ফেল হয়ে নিচে নেমে যায় ,ঘটনাস্থলেই ড্রাইভার মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ বোঝাইকৃত ট্রাকটি চেরাইয়ের উদ্দেশ্যে স’মিলে নিতে এই দুর্ঘটনা ঘটেছে। এসময় চালক ঘটনাস্থলেই নিহত হয়।
প্রাথমিকভাবে এই ঘটনার তথ্য মুঠোফোনে নিশ্চিত করেছেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:আব্দুল ওহাব হাওলাদার।
উল্লেখ্য মনু ড্রাইভারের বাড়ি রাঙ্গুনিয়ার রানিরহাট এলাকাতে,পিতার নাম মো:আমির হোসেন,।
আপরদিকে বুড়িঘাট রামহরী পাড়া হতে আনারস বোঝাইকৃত ট্রাক ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায়,ড্রাইভার আসংখাজনক অবস্থায় স্থানীয় লোকজন রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠিয়েছেন।
উল্লেখ্য গাড়ি নং গাজিপুর-ড-১১০০৯১,আনারসের মালিক ও ড্রাইভারের কোন তথ্য পাওয়া যায় নি।