মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদের সচিব ও নন গেজেট কর্মচারী ক্লাবের দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া(৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।
শনিবার (৬ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে মো. সুমন মিয়া অসুস্থবোধ করায় নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা হাসপাতালে এসে এবং চিকিৎসা শুরুর আগেই মৃত্যুকোলে ঢলে পড়েন। মাত্র ৩ মাস আগে পিতার মৃত্যুর পর মা, ২ভাই, ২বোন, স্ত্রী, ১কন্যাকে নিয়ে পিতার শোক সামলানোর আগে হাস্যোজ্জ্বল, দায়িত্বশীল, কর্মঠ, সংস্কৃতিমনা ও ক্রীড়ামুদী যুবকের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে। এদিকে পিতা হারা অবুঝ ৫ বছরের কন্যা সন্তানের আব্বু, আব্বু সুরে কান্নায় নিহতের বাড়ি ও আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। নিহতের একমাত্র ছোট ভাই সুজন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। নিহতের নামাজে জানাজা সময় এখনও নির্ধারিত হয়নি।