(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি উপজেলায় ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নের রাঙ্গাপানি ছড়ায় আজ ২ ফেব্রুয়ারি দুপুর ১.৩০ ঘটিকায় মাটির গুদামের মোঃ হাবিবুর রহমানের বাড়িতে সোলার চালিত ব্যাটারির সর্টসার্কিটের ফলে আগুন লেগে যায়। ফলে মালিক মোঃ হাবিবুর রহমান হতে নগদ ৫০হাজার টাকা, চালের কাঠ সহ ৮ বান টিন সহ ঘরের আসবাবপত্রের মধ্যে শোকেজ ২টি,আলনা ২টি,খাট ৩টি, রেক ২টি, ডেসিন টেবিল ১টি ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।
এলাকাবাসী মাহেন্দ্র চাকমা জানান আগুনে ফায়ার সার্ভিস এসে নিভিয়ে দিতো কিন্তু মহালছড়ি উপজেলায় তো ফায়ার সার্ভিসের সেবা প্রতিষ্ঠান গত ১২বছরেরও নির্মিত হয় নি। যদিও ফায়ার সার্ভিসের সেবার প্রতিষ্ঠান থাকলেও ব্রীজ বা ভালো চলাচলের উপযুক্ত রাস্তা না থাকায় যোগা যোগ বিহীন এলাকায় এমন ঘটনা প্রতিনিয়ত আগুন সহ বিভিন্ন দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে।