মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাঞ্জারামপাড়া বটতল এলাকায় প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আবরার বালক-বালিকা মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদরাসা কক্ষে মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ ইমাম হোসাইনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন।
মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসার
পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক, নির্বাহী পরিচালক মাওলানা নুর মুহাম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আকতার হোসেন ভূইয়া, ইউপি সদস্য মো. আবুল হাসেম, রমজান আলী, মনির হোসেন, অভিভাবক শামসুল হক প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘আজকের এই শিশুরাই আগামীদিনের হাফেজ কোরআন, যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন হবে। তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবকদের অধিক সচেতন ও যত্মবান হতে হবে। শিক্ষক, ছাত্র ও অভিভাবক সকলের সমন্বিত প্রচেষ্ঠাই কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।
আলোচনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।
এসময় মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির, মাওলানা শামসুল হক, মাওলনা ফরিদ উদ্দিন, মুফতি দিদারুল আলম কাসেমী, হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, যুবলীগ নেতা মোস্তফা কামাল, ইউপি সদস্য আব্দুল মতিন ও আসাদুল ইসলামসহ মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।