মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি (বান্দরবান)
বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নে সাঙ্গু নদীতে ড্রেজার দিয়ে ২-৩টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.দিদারুল আলম এই অর্থদন্ড দেন।
সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারা অনুযায়ী নাহিদ মোহাম্মদ শাকিল (২৫) ও জুয়েল দাশকে(৩৩) নগদ অর্থ জমিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.দিদারুল আলম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সাঙ্গু নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিল। বারবার সর্তক করার পরও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জমিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সর্তক দৃষ্টি রাখবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন উপজেলা প্রশাসন।