অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙামাটির বিলাইছড়ি থানা পুলিশের অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদমহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিলাইছড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদের নাম জ্যোতিময় চাকমা (৩৪) এবং থুইহমালং মারমা (৩৮)। তারা দুজনই বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি এবং ফারুয়া ইউনিয়ন এর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতার হোসেন জানান, বিলাইছড়ি থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। উক্ত গ্রেফতারকৃত মাদক বিক্রয়কারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।