(রিপন ওঝা, মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা প্রশাসনের ও বিভিন্ন স্কুলের অংশগ্রহণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করে আজ ১৪ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভীন খানমের সভাপতিত্বে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।
উক্ত এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা প্রকৌশলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারীর উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।