নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে ২এপিবিএন এর মাদক অভিযানে ইয়াবা সহ মো: সোহেল (২২) ও মো: জামালউদ্দিন (২৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ২এপিবিএন, বান্দরবান। এ সময় তার কাছ থেকে ১৭৫ পিস লালচে রংয়ের ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা – বান্দরবান আলীকদম উপজেলার পশ্চিম বাজার পাড়ার মৃত – চান মিয়ার ছেলে মো: সোহেল অপরজন কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজারা ইউনিয়ন পশ্চিম মাইজ পাড়ার নুরুল হকের ছেলে মো: জালালউদ্দিন।
১৩ ডিসেম্বর তারিখের এক প্রেস রিলিজে মাধ্যমে এসব তথ্য জানান, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ২ এপিবিএন আলী আহমদ খান।
প্রেস রিলিজে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার পৌর শহরের হাফেজঘোনা এলাকার রোডস এন্ড হাইওয়ে ডাক বাংলোর সামনে নির্মাণাধীন রাস্তায় এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক অভিযানকালীন বিকেল ৪ টার সময় ১৭৫ পিস ইয়াবাসহ – মোঃ সোহেল (২২), পিতা-মৃত চান মিয়া, মাতা রোকেয়া বেগম, সাং-পশ্চিম বাজার পাড়া, ওয়ার্ড নং-০২, ইউনিয়ন-আলীকদম সদর, থানা-আলীকদম, জেলা-বান্দরবান ও আসামী-০২। মোঃ জামাল উদ্দিন (২৪), পিতা-নুরুল হক, মাতা-আরেফা বেগম, সাং-পশ্চিম মাইজ পাড়া, ওয়ার্ড নং-০৭, ইউনিয়ন-ডুলাহাজারা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারদের হেফাজত হতে সর্বমোট ১৭৫ (একশত পচাত্তর) পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৯ , তারিখঃ ১৩/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।