মোঃ আব্দুর রহমান রনি
মোদের পড়াশোনা চলে ধীরে ধীরে
পরিক্ষার সময় তাই চাপ বেশি থাকে।
অলসতায় যায় দিন ফুরিয়ে যায় রাত
অকুল পাথারে পড়ি মোরা মাথায় থাকে হাত।
আলালের ঘরের দুলাল বলে লেখাপড়া করেছি অবহেলা।বুঝনিতো সামনে অপেক্ষা করছে দুঃখেরী মেলা।আদাজল খেয়ে লাগি পরীক্ষা পাশ করার আসায়।