কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা মো.আসিফুল ইসলাম।
যুব রেড ক্রিসেন্ট টিম সদস্য মিনহাতুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম ও কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মো.কবির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন কাপ্তাইরউপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম এর সদস্যরা প্রতিনিয়ত কোন আর্থিক সুবিধা ছাড়া নিজ নিজ উদ্যােগে সমাজের সেবা করে যাচ্ছে। কোভিড,পাহাড় ধস ও ঘূর্ণিঝড়ে রেড ক্রিসেন্ট এর সদস্যরা নিরলস ভাবে ভূমিকা পালন করে আসছে। তাই এমন সামাজিক কর্মকান্ডে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান স্মরণ রাখতে হবে।
এদিকে উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সকল ইউনিট সেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।