সাইফুল ইসলাম– রামগড় খাগড়াছড়ি:
আসছে ১২ ডিসেম্বর খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ১৪ হাজার ৪ শত শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল – এ ক্যাপসুল।
ভিটামিন এ খাওয়ান ” শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর – স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ডাঃ মোহাম্মদ নাছির উদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক’এর সভাপতিত্বে উক্ত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস চৌধুরী ” মেডিক্যাল অফিসার ডাঃ ইমরুল হাসান (এমসি এইচ এফপি ) উপজেলা স্যানেটারী অফিসার সুইপ্রু মারমা উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন ” রামগড় থানার ওসি তদন্ত মোহাম্মদ ফখরুল ইসলাম ‘ সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু ” রামগড় উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন ” সাংবাদিক করিম শা “দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা রামগড় প্রতিনিধি সাইফুল ইসলাম ” মানবজমিন পত্রিকার সাংবাদিক এমদাদ খান সহ সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা স্বাস্থ্য প্রতিনিধি’ স্বাস্থ্য কর্মী শিক্ষক শিক্ষক বৃন্দ।”
উল্লেখ্য যে এবারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ রামগড় উপজেলায় অস্থায়ী মোট ৭৯ কেন্দ্রে ১৪ হাজার ৪শত শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কেন্দ্র সমূহ ” অস্থায়ী কেন্দ্র রামগড় ৩১- পাতাছড়া ২৪- হাফছড়ি ২৪টি ” এর মধ্যে সরকারি হাসপাতালে স্থায়ী কেন্দ্র ১টি তে ভিটামিন এ খাওয়ানো হবে। ৭৯টি কেন্দ্রে এবার সেচ্ছাসেবক/ টিকাদানকারী থাকছে ১৬০জন।
এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬-১১ মাস বয়সী শিশু সংখ্যা রামগড়ে ৭৭৪জন -পাতাছড়া ৪৬৬জন”হাফছড়ি ৬৪৭জন মোট ১৮৮৭জন। এবং ১২-৫৯ মাস বয়সী শিশু র সংখ্যা রামগড় ৬০৮৩জন “পাতাছড়া ২৮৫৯জন “হাফছড়ি ৩৫৭১ জন মোট ১২৫১৩ জন। রামগড় উপজেলায় সর্বমোট ১৪৪০০ জন শিশু কে ভিটামিন এ ক্যাপসুল আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে খাওয়ানো হবে।