হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
জাতীয় যুব নীতি-২০১৭ এর সফল বাস্তবায়নে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশন রাঙামাটির উদ্যোগে আস্থা প্রকল্পের অবহিতকরণ এবং ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে উপজেলার তিনটি ইউনিয়নের যুবদের অংশগ্রহণের মাধ্যমে এই যুব বান্ধব অনুষ্ঠান সম্পন্ন হয়।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশন রাঙামাটির আস্থা প্রকল্পের মনিটরিং এবং রিপোর্টিং অফিসার রত্ন জ্যোতি চাকমার সঞ্চালনায় এবং আশিকা’র আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আশিকা রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা টোকেন চাকমা, দিপু চাকমাসহ উপজেলার তিন ইউনিয়নের যুবারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন আশিকা’র ফিল্ড অফিসার সাগরময় চাকমা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই প্রয়োজন। যুবদের অংশগ্রহণ ব্যতীত একটি দেশ কখনো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই সরকার কর্তৃক প্রণয়নকৃত জাতীয় যুব নীতি ২০১৭ এর বাস্তবায়নে আশিকা রাঙামাটি জেলার দশটি উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যা প্রসংশার দাবি রাখে।
সভাপতির বক্তব্যে আশিকা’র জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা আস্থা প্রকল্পের কার্যক্রমের ধরণ, পরিধি এবং বিভিন্ন বিষয় নিয়ে যুবাদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।
সবশেষে উপজেলার তিনটি ইউনিয়ন ঘিলাছড়ি, গাইন্দ্যা এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ত্রিশ জন যুবাদের মধ্য থেকে তিনজনকে আহ্বায়ক ঘোষনা করা হয় এবং তাদের উপজেলার পুর্নাঙ্গ যুব ফোরাম গঠনের দায়িত্ব প্রদান করা হয়।