মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও ৮ম বার্ষিক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. লোকমান হোসেন ফকির। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ইউনিয়ন আ.লীগ সভাপতি আবদুল হামিদ, গিরি কলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন, মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন ও ইউপি সদস্য আব্দুল মমিন। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১৭টি প্রতিযোগিতায় বিজয়ী অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে বাদ আছর হতে একই মঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর চন্দ্র বার্ষিকী, ফাতেহা-ই-ইয়াজদাহম ও মাদরাসার ৮ম বার্ষি আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। প্রধান আলোচক ছিলেন মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী ও বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মাদ মুজিবুল হক। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামুসহ স্থনীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।