নিজস্ব প্রতিবেদক:
“জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোয়াংড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে সুইডেন্ড ফান্ড অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগতায় গ্রাউসের উদ্যেগের আলেক্ষ্যং ইউনিয়নের বটতলী ও কচ্ছপতলী পাড়ায় বাজার শেডে এই দিবস পালন করা হয়।
এর আগে রোয়াংছড়ি থেকে দিবস উপলক্ষ্যে র্যালী বের করা হয়। র্যলীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলী পাড়ায় গিয়ে শেষ হয়।এসময় র্যালীতে অংশ নেন নারী ও পুরুষ। পরে গ্রাউস উদ্যেগে আলোচনা সভা শুরু।
বক্তারা বলেন,সামাজিক ভাবে নারীদের সহিংসতা এলাকাবাসীদের আরো সচেতনতা বৃদ্ধিসহ সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এতে শুধু নারীরাই নয় পুরুষদেরকেও এগিয়ে আসতে হবে। যাতে আগামীতে নারীরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়ক বাথুই মারমা সঞ্চালনায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমা, সহ সভাপতি নেপাল কান্তি দাশ, প্রজেক্ট কো অর্ডিনোটর রোয়াল তে বমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রোয়াংছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন।
Leave a comment
Leave a comment