লক্ষ্মীপুর প্রতিনিধি:
নৌকার মনোনয়ন পাওয়ায় রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে নয়ন এমপিকে বরণ করেছে সোমবার দুপুরে।
এসময় যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জহির পাটোওয়ারী ও যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে বিশাল গাড়ি বহর নিয়ে চাঁদপুর থেকে বর্তমান সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী এড.নুর উদ্দিন চৌধুরী নয়নকে তাৎক্ষণিক সংবর্ধনা দেয়া হয় লক্ষ্মীপুর যাত্রা পথে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
লক্ষ্মীপুর থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুক, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ।
চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেয়া হয়নি।