(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ২৬ নভেম্বর২৪ রবিবার সন্ধ্যা ৬.০০ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদীয় বাছাই কমিটি কর্তৃক ঘোষিত ২৯৮নং আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৩য় বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা পুনরায় মনোনীত হয়েছেন।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
আজ ২৬নভেম্বর বিকাল ৪.০০ঘটিকায় ২৩বঙ্গবন্ধুর দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের পার্বত্য খাগড়াছড়ি ২৯৮নং আসনে পুনরায় কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নামটি যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তবে রাঙ্গামাটি ২৯৯নং আসনে দীপংকর তালুকদার ও ৩০০নং আসনে বান্দরবানের বাঘ বীর বাহাদুর উশেসিং পুনরায় মননোনীত হয়েছেন।
উক্ত আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহসভাপতি চিন্তাহরন শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ আব্দুস সালাম, কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ, আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।