সাইফুল ইসলাম “রামগড়।
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা”কে পুনরায় নৌকা প্রতীক দেওয়ায় রামগড়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ নভেম্বর )সন্ধ্যায় রামগড় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক “রামগড় উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর ” যুবলীগের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের “রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ১ আহসান উল্ল্যাহ” সাবেক ছাত্র নেতা মোহাম্মদ শাহ আলম প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ “যুবলীগ “ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা” ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হন’ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে পুনরায় তৃতীয় বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোয়ন দেওয়া হয়েছে।