হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলি খান এবং মিন্টু কান্তি নাথ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাঙালহালিয়া ইউনিয়নের তপন বৌদ্ধ মোড়ে এই মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটে।
সংবাদকর্মী মিন্টু কান্তি নাথ বলেছেন, সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেলে করে বাঙালহালিয়া তপন বৌদ্ধ মোড়ে পৌঁছালে আমাদের মোটরসাইকেলের সামনে হঠাৎ অন্য একটি মোটরসাইলে চলে আসে। এসময় আমি মোটরসাইকেল নিয়ন্ত্রণের জন্য শক্তভাবে ব্রেক করলে পিছন থেকে আজগর আলী ভাই মাটিতে পড়ে যায়। এতে রাস্তায় থাকা ইটের কংক্রিটে চোখে ও শরীরে গুরুতর আঘাত পান তিনি। এসময় মোটরসাইকেল চালক সাংবাদিক মিন্টু কান্তি নাথও আহত হয়। তৎক্ষনাৎ আজগর আলী খানকে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।