কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমীর ৫ম শ্রেণী শিক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩নভেম্বর) বেলা ১২টায় শহীদ তিতুমীর একাডেমীতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিক্ষক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে অত্র তিতুমীর একাডেমীর অধ্যক্ষ হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হানিফ। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষিকা নাছিমা আক্তার, শিক্ষক মাওলানা আব্দুল্লা আল মামুন ও তাজনাহার বেগম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.কবির হোসেন, কাপ্তাই উচ্চ বিদ্যায়ল সিনিয়র শিক্ষক শফিকুল আলম,তিতুমীর পরিচালোনা কমিটির সদস্য আমির হোসাইন, ওয়াজি উল্লাহ ও বিএফআই ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া। পরে দোয়া ও মুনাজাত করা হয়।