সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকাল১০ঃ০০ টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিএসআইআর)- এর আয়োজনে,উপজেলা প্রশাসনের সহযোগিতার এই সেমিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পরে সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন-উপ পরিচালক ( প্রশাসন) বেনজির আহাম্মেদ,সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ সাদেকুল আজম ও সাইন্টিফিক অফিসার আশরাফুল আলম,
উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র পাল সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা,এতে সেমিনারে আটটি স্থল অংশ গ্রহন করতে দেখা যায়।
সঞ্চালনায়- রুবেল বড়ুয়া।
মূলতঃ প্রান্তিক পর্যায়ে মানুষকে লাগসই প্রযুক্তি বিষয়ে সম্যক ধারণা দেওয়াই সেমিনারে মূল লক্ষ্য।