হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর গাইন্দ্যা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অদ্য ৩১ জানুয়ারী রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় বাজার চত্ত্বরে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও রাজস্থলী থানার বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। উক্ত পরিচিতি সভা এবং বিট পুলিশিং এর সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর গাইন্দ্যা বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জনাব মফজল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান উথান মারমা, গাইন্দ্যা বাজারের বাজার চৌধুরী মংবাথোয়াই মারমা, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংবাদিক আজগর আলী খান, হারাধন কর্মকার,ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি মোতালেব হোসেন, সাবেক বাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সানা,এস আই ইয়াসিন, স্থানীয় কারবারি আবদুল জলিল মোড়ল, জলিল সানা, ছাত্তার আকান্দ, সাহেব আলী খোকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত সভাটি সম্পাদিত হয়।