সুজন কুমার তঞ্চঙ্গ্যা
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে লাবনী তঞ্চঙ্গ্যা নামে বিষাক্ত সাপের কামড়ে ৫ বছরের উপরে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান সাবেক ওয়ার্ড মেম্বার প্রেম কুমার তঞ্চঙ্গ্যা।
শুক্রবার দিবাগত রাত ২ টায় শিশুটির মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। শিশুটি মাতার নাম চিলপুরী তঞ্চঙ্গ্যা,পিতাঃ- সুমির তং। তারা মাছকাবাছড়া গ্রামের ১ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে ২ দিন আগে সাপটি দংশন করলে তাকে বৈদ্য বা কবিরাজী চিকিৎসা করলে, তার অবস্থা আরো অবনতি দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা যায়।