মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাকে নিরক্ষরমুক্ত ঘোষণা করতে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে নানামুখী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলাব্যাপী বিভিন্ন বয়সের নিরক্ষর ব্যক্তিদের চিহ্নিত করে তাদের অক্ষরজ্ঞান সম্পন্নকরণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। আর তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় ইউএনও রক্তিম চৌধুরী বলেন, ‘মানিকছড়িকে ঘীরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম উপজেলায় নিরক্ষরতা দূরীকরণ। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে ও সহযোগিতা উপজেলা প্রতিটি নিরক্ষর মানুষকে চিহ্নিত করে তাদের অক্ষরজ্ঞানসম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে’। এতে সকলের আন্তরিক সহযোগিতায় কামনা করেন তিনি।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমাসহ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।