মো. রবিউল হোসেন:- দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র বাস্তবায়নে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃনমুল পর্যায়ের কৃষকদের কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট আইজিএ সম্প্রসারণের লক্ষ্যে কৃষি ইউনিটের আওতায় উপজেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আইডিএফের কৃষি কর্মকর্তা মো. আজমারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, আইডিএফের কৃষি কর্মকর্তা, মো. আজমারুল হক, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকিরুল ইসলাম।
সভায় শুরুতে সমন্বিত কৃষি উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে আইডিএফের নানামুখী কার্যক্রম ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে কৃষি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে নানা পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন সংস্থা সংশ্লিষ্টরা।
এসময় আইডিএফের সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাশ, মো. ফাহাদ হোসেন ও মো. রুবেল হোসেনসহ ব্যবসায়ী ও খামারীগণ উপস্থিত ছিলেন।