হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে সিপিপি পিএইপি প্রকল্প-২ কারিতাস রাজস্থলী শাখার আয়োজনে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হেডম্যান উথিনসিন মারমার কার্যালয়ে (হেডম্যান কার্যালয়ে) এই কর্মশালার আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষা বিষয়ক এই কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কারিতাসের (জেপিও এগ্রো-ইকোলজি) মিঃ উসিনু মার্মার সভাপতিত্বে এবং কারিতাসের রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মিঃ সাধন চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।
এছাড়াও এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলি খান, হাবীবুল্লাহ মিসবাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মারমা, ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমাসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উবাচ মারমা বলেন, বর্তমান সময়ে আমরা পরিবেশ নিজেরাই ধ্বংস করছি। পরিবেশ সম্পর্কে নিজেরা সচেতন না হওয়ার কারণে দিনদিন আমরাই পরিবেশের ক্ষতি করে চলছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পাহাড়ি ঝর্ণা, খাল, ঝিড়ি ইত্যাদি ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে গেছে। এসব ঝর্ণা, খাল এবং ঝিড়িতে আগে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া ইত্যাদি অনেক পাওয়া যেতো। কিন্তু পরিবেশ নষ্ট হওয়া এবং নির্বিচারে বৃক্ষ নিধন করার কারণে এসব এখন কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোটকথা আমরা যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাই তাহলে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করতে হবে।
এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীগণ পরিবেশ ধ্বংস হওয়ার কারণসমুহ চিহ্নিত করে পরিবেশ রক্ষায় সকলের করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করে সকল শ্রেনীর মানুষকে সচেতন করার মানসিকতা প্রকাশ করেন।