(রিপন ওঝা,মহালছড়ি)
‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্যে আজ ৪নভেম্বর ২০২৩ শনিবার সকাল ১০.৩০ঘটিকায় মহালছড়িতে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের উপস্থাপনায় ধর্মীয়গ্রন্থ থেকে পাঠ করার মধ্যে দিয়ে “জাতীয় সংবিধান দিবস” উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, ট্রাক ও মিনিট্রাক সমবায় সমিতির সহসভাপতি মোঃ ইসমাঈল হোসেন, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রত্যেক সমিতির কার্যকরী সদস্যগণ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় বছরের মতো আজ শনিবার উদযাপিত হচ্ছে ‘জাতীয় সংবিধান দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’। গত বছর এই দিবসকে ‘ক’ শ্রেণির “জাতীয় সংবিধান দিবস” হিসেবে ঘোষণা করে, ঐ বছরই প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়েছে।