দিলোয়ারা আক্তার;কাউখালী প্রতিনিধিঃ
দেশব্যাপী চলমান হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল ৩১শে জানুয়ারি ২০২১। গত ১৮জানুয়ারী থেকে কাউখালী উপজেলায় এ টিকাদান কর্মসূচি হয়েছিলো।
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশব্যাপী ৯মাস থেকে ১০ বছর বয়সী প্রায় ৩কোটি ৪০লাখ শিশুকে ১ডোজ এমআর টিকা দেওয়া হচ্ছে। চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বিবেচনা করে দেশে বিদ্যমান সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক পরিধান করা,হাঁচি ও কাশি শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে কার্যক্রমটি চলছে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাম ও রুবেলা টিকা কার্যক্রমের অংশ হিসেবে কাউখালী উপজেলাতে ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ১৩,৮০৫ জন শিশুকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। প্রায় ১২,৯৮০জন শিশুকে টিকাদান করা সম্পন্ন হয়েছে।আর বাকি ১দিন।আগামীকাল হাম-রুবেলা ক্যাম্পেইন কর্মসূচি শেষ হবে।